চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের একটি মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাত ১০টায় চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক বি–ব্লকের ২ নং রোডে অভিযান চালিয়ে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ একরামুল হককে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার মোহাম্মদ একরামুল হক বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামের ইদ্রিস চেয়ারম্যান বাড়ির এনামুল হকের পুত্র। বর্তমানে নগরীর এক কিলোমিটার এলাকায় সারোয়ার কোম্পানির বাড়িতে ভাড়ায় থাকেন। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।