চান্দগাঁওয়ে পেশাদার চোর চক্রের তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার একটি বাসায় চুরির ঘটনায় পেশাদার চোর চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার একটি মামলা করেছিল। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে একই থানার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন মো. আকাশ (২৬), মো. আমিনুল হক সুমন (২৮) ও মো. শরিফুল ইসলাম ইমন (১৯)

পুলিশ জানায়, বাড়ইপাড়া এলাকার একটি ভবনের বাসিন্দা একজন নারী থানায় এজাহার দেন, গত ৩০ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে তার বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন চুরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পানিতে ডুবে ও ছাদ থেকে পড়ে ২ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৫ হাজার মিটার জাল জব্দ, আটক ৩