নগরের চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকায় গত বুধবার ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় হওয়া মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. জুয়েল। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রসূলপুর গ্রামের ফজলুল মেম্বারের বাড়ির মহিউদ্দিনের ছেলে। এর আগে গত শুক্রবার এ ঘটনায় হওয়া মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় সেদিন পাঁচজন পুলিশ আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।