চট্টগ্রাম নগরীতে নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
গতকাল সোমবার দুপুরে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্দুল হামিদ রজবী (৪৬), মোঃ মাঈনউদ্দিন (৫০), সৈয়দ আব্দুল্লাহ আল ফয়সাল কাদেরী (৪০), মোঃ আবু বক্কর (২৯), মোঃ জসীম উদ্দিন (৩৮), ইয়ামলিহা বিন হোসাইন (২০), মোঃ জিয়াউদ্দিন হাসান (২১) ও মোঃ আতিক জাওয়াদ (২০)।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা গতকাল চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ৮নং মামলার আসামি। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আনা হয়েছে।