চট্টগ্রাম নগরীর চান্দগাঁয়ের বাস টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে খেলার সরঞ্জামাদি, নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
আজ বুধবার (৭ মে) সকালে ১১টায় নগরের বহদ্দারহাটের বাস টার্মিনাল সংলগ্ন দোতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৬৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আব্দুল আলীম (৪৮), মো. রাশেদ (৩৯), মো. ফারুক (৩৮) ও মো. ইমন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, জুয়া খেলার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে নগদ টাকাসহ অভিযুক্তদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে তাদের কারাগারে পাঠানো হবে।