চান্দগাঁওয়ে দুই পক্ষের সং’ঘ’র্ষে যুবক নিহত, গ্রেফতার ২

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ১২:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চলার সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আটজন। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিষয়টি পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়। গতকাল বুধবার মধ্যরাতে চান্দগাঁও থানার হামিদচর কর্ণফুলী রিভারভিউ নামে এক রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নেওয়ার পথে রিয়াদ (২৬) নামে একজন মারা যান। ছয়জন এখনো চিকিৎসাধীন।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, গত মাসে ইকবালের রেস্তোরাঁর একজন কর্মচারীকে বাবুলের অনুসারীরা মারধর করেন। ওই ঘটনায় বাবুলের বিরুদ্ধে থানায় মামলা হয়। বর্তমানে এটি তদন্তাধীন রয়েছে।

ঘটনার পরপর পুলিশ অভিযান চালিয়ে আহত বাবুল ও তাঁর সহযোগী আবদুর রাজ্জাককে নগরের একটি হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।

সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, চালক হাসপাতালে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর