নগরীর চান্দগাঁওয়ের উদুপাড়া এলাকায় মাইক্রোবাসে এসে তাহসিন নামে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. এমরান। পুলিশ বলছে, এ এমরান ঘটনায় সরাসরি জড়িত। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন। তার জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে। গত শনিবার গভীর রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. এমরানকে উদুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গ্রেপ্তারকৃত আসামি ঘটনার দিন ভিকটিমের অবস্থান সম্পর্কে এজাহারনামীয় আসামিদের তথ্য প্রদান করেছেন। এ বিষয়টি আমাদের তদন্তে উঠে এসেছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে। নিবিড় জিজ্ঞাসাবাদে মো. এমরান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ।
পুলিশ সূত্র জানায়, এর আগে গত শুক্রবার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মো. হেলাল ও মো. ইলিয়াছ হোসেন অপু। এর মধ্যে হেলাল মামলার এজাহারভুক্ত আসামি। আর ইলিয়াছ তদন্তে প্রাপ্ত আসামি। গত ২১ অক্টোবর চান্দগাঁও থানাধীন উদুপাড়া এলাকায় একটি দোকানে বসে চা পান করছিলেন তাহসিন নামে এক যুবক। কালো রঙের একটি নোহায় এসে আসামিরা তাকে গুলি করে। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাহসিনের বাবা সাজ্জাদ ওরফে ছোট সাজ্জাদ নামে একজনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সাজ্জাদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মামলার এজাহারে বলা হয়, তাহসিন বালি সিমেন্টের ব্যবসা করতেন। ঘটনার দিন ব্যবসায়িক কাজে তিনি ঘটনাস্থল উদুপাড়া গিয়েছিলেন।