নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. নিজাম উদ্দীন ও কক্সবাজার জেলার মহেশখালী থানার উত্তর রাজঘাট এলাকার মাছুদ আলীর ছেলে মো. খোকন।
এ বিষয়ে নগর ট্রাফিক পুলিশের (উত্তর) সহকারী কমিশনার শরিফুল বলেন, মঙ্গলবার সকাল থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান ছিল। অভিযানে কনস্টেবল কালা চাঁন মিয়ার গায়ে হাত দেয় শ্রমিকরা। পরে তারা সংঘবদ্ধাভাবে অভিযান পরিচালনাকারী পুরো টিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযানে ৩৬ টি গ্রাম সিএনজি, চারটি ট্রাক ও ২ টি টেম্পু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।