চান্দগাঁওয়ে টেম্পোতে বাসের ধাক্কা, নারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকায় মারছা বাসের ধাক্কায় ম্যাক্সিমা টেম্পোর এক মহিলা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৫ জন। গতকাল বিকেল ৪টায় নূর নগর হাউজিংয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় জানা যায়নি। আহত টেম্পো চালকসহ আরও ৫ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া চান্দগাঁও থানার কনস্টেবল অজিত বড়ুয়া আজাদীকে বলেন, এক কিলোমিটার এলাকায় বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ম্যাক্সিমা টেম্পোকে মেরে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। ঘটনাস্থলে এক অজ্ঞাতনামা মহিলার (৩২) মৃত্যু হয়েছে। আহতদেরকে আমরা চমেক হাসপাতালে নিয়ে গিয়েছি। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের এখনও আটক করা যায়নি।

এদিকে গতকাল দুপুরে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকায় অপর একটি টেম্পোতে পিকআপের ধাক্কায় রাবেয়া (২৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। বাকলিয়া থানা পুলিশ জানায়, আহত রাবেয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান বলেন, ঘাতক গাড়ি এবং চালককে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী ও কুমিরের খাঁচা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ন্যায়কুঞ্জ উদ্বোধন