চট্টগ্রামের নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে চান্দগাঁও থানাধীন ফরিদারপাড়া মাজার গলির পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৪টি তাস ও ৭৯০ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নূর মোহাম্মদ (৪০), মো. আনোয়ার হোসেন (২২), আব্দুল হান্নান (৫৫), মো. রুবেল (২৫) ও মো. নাছির উদ্দিন (৪০)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।