চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ৩:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৭ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন বাড়ই পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ আবু কাউছার (৩১), মোঃ মামুন (২৩), মোঃ ইসমাইল (৪২) এবং মোঃ ফয়সাল (৩২)। তাদের বাড়ি চান্দগাঁও থানার বিভিন্ন এলাকায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগদ তিন হাজার ২০০ টাকাসহ ১০৪টি জুয়া খেলার তাস জব্দ করা হয়। একইসাথে জুয়া খেলার অপরাধে ৪ জনকে গ্রেফতার করা হয়।

ওসি আসহাব উদ্দিন বলেন, জুয়া খেলার সময় সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় হামলায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড পশ্চিম লালা নগর গ্রামে ৬ বসতঘর পুড়ে ছাই