চান্দগাঁওয়ে জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ৬

| মঙ্গলবার , ১৭ ডিসেম্বর, ২০২৪ at ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে জুয়ার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল ইদ্রিস মেকানী বড় মিয়ার কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ (২৭), রুবেল (২৫), মেহেদী হাসান নাজির (২২), প্রিয়তোষ সরকার (২২), মোঃ জিতু মিয়া (৩২) এবং মোঃ টিপু (২৫)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় নগদ ৮শত ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলী‌গ নেতা গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজন গ্রেপ্তার