নগরের চান্দগাঁও থানাধীন মধ্যম শমসের পাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত সোয়া ৩টায় শমসের পাড়ার কানকাটা কলোনির পেছনে খোলা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন মো. আলমগীর (৩১), মো. জিয়াউর রহমান (৪১), আনিসুর রহমান (৩৫), মো. নাইম (২০) ও মো. কামাল হোসেন (২৮)। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, জুয়া খেলার সময় অভিযান চালিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার ৫২টি তাস এবং নগদ ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৯৪ ধারায় চান্দগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে।












