আবদুল্লাহ ওমর সরকার নামে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখার সক্রিয় এক কর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। চান্দগাঁও এলাকা থেকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। সিএমপি’র উপ–পুলিশ কমিশনার (উত্তর–দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান সাংবাদিকদের জানান, আটক ওমরের বিরুদ্ধে নগরের কোতোয়ালী ও চান্দগাঁও থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।