চান্দগাঁওয়ে ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

পুলিশের বিশেষ অভিযানে নগরের চান্দগাঁও থানা এলাকায় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, বিজয় ভট্টাচার্য্য (২৪) ও মো. ইব্রাহিম হোসেন সিয়াম (১৬)। এদের মধ্যে বিজয় চান্দগাঁও থানার ৫ নম্বর মোহরা ওয়ার্ডের ব্রাহ্মণপাড়া কালীপদ ঠাকুরের বাড়ির মৃত বিষ্ণু ভট্টাচার্যের ছেলে। আর সিয়াম বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ইউসুফ ম্যানেজারের বাড়ির মো. ইউনুছের ছেলে। সিয়াম বর্তমানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় থাকে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। ছিনতাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমাদের অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসন করার সুযোগ নেই
পরবর্তী নিবন্ধনির্বাচনের ছয় মাস আগে প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান