চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে সক্রিয় ছিনতাইকারী গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটের সময় চান্দগাঁও থানার এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিন। তার নেতৃত্বে এসআই মো. আবু মুছা, এসআই রাশেদুল ইসলাম, এএসআই মো. ফারুক মিয়া ও সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তিরা হলেন—মো. মিজান (২০), মো. রাশেদ (২১), মো. হৃদয় (১৯) ও মো. শ্রাবণ মিয়া (১৯)।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।