নগরীর চান্দগাঁওয়ে পথচারীকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় মো. বেলাল প্রকাশ রুবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে এ ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।
গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় হামিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছুরির ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগে থাকা ৩২০০ টাকা ছিনিয়ে নেয় রুবেল। পরে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভুক্তভোগীর মোবাইল ও ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুবেলকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।










