চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় সানজিদুর আরমান প্রকাশ সাকিব (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বহদ্দারহাট খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সানজিদুর আরমান বাঁশখালী উপজেলার ২ নম্বর ওয়ার্ডের পুঁইছড়ি গ্রামের আরবশাহ বাড়ির সৈয়দ নুরের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, গতবছরের ৩ অক্টোবর চান্দগাঁও থানায় একটি হত্যাচেষ্টা মামলা রুজু হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।











