চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংশ্লিষ্ট একাধিক মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে বহদ্দারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একাধিক মামলার পলাতক আসামি মো. হাসান (২২) ও শ্যামল দাশ (৪১) সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হাসান পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তুসখালী লঞ্চঘাট সংলগ্ন জমাদ্দার বাড়ির বাসিন্দা, থাকেন চান্দগাঁও মোহরা খেজুরতলায়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মোট ছয়টি মামলা রয়েছে। আসামি শ্যামল দাশ (৪১) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রসন্ন মহাজনের বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মো. আফতাব উদ্দিন জানান, গ্রেফতারদের বিরুদ্ধে খুন, বিস্ফোরক দ্রব্য ব্যবহার ও সংঘবদ্ধ হামলার একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।