চান্দগাঁওয়ে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই চক্রের সদস্যের নাম নুর উদ্দিন রিফাত (২৪)। তিনি নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, গত ১২ জুলাই মোটরসাইকেল চুরির অভিযোগে এক ভুক্তভোগী মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চকবাজার এলাকা থেকে একটি ডিসকভার মোটরসাইকেল এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার কার্যক্রমে সরকারকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতীয় পার্টি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির ভর্তি মেলার সময়সীমা বাড়ল