চান্দগাঁওয়ে চুরির মামলায় গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানায় চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন সুমন দাশ (৩৯), মো. বিজয় (১৯) ও মো. রাকিব (১৯)। তাদের চান্দগাঁও থানায় ২০২৪ সালের ৬ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে আজাদীকে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধভাষা ও জুলাই আন্দোলনের পোস্টার ও ডকুমেন্টারি প্রদর্শনী
পরবর্তী নিবন্ধবহদ্দারহাটে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ১৯