চান্দগাঁওয়ে চার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এবং সিএন্ডবি এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলেনকক্সবাজারের চকরিয়া এলাকার মো. রাসেল মিয়া, বাকলিয়া বলিরহাট এলাকার আলী আকবর, রাহাত্তারপুল এলাকার মো. ওয়াহিদুল আলম বাবু ও পাঠানিয়া গোদা এলাকার মো. হাবেজ। গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার বিভিন্ন মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে সরল জয়ের নাম
পরবর্তী নিবন্ধরাস্তার পাশে পিলারে বেপরোয়া বাইকের ধাক্কা, আরোহীর মৃত্যু