চান্দগাঁওয়ে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ৫

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ জুন, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় পুলিশের অভিযানে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, মো. নয়ন (৩৫), মো. লোকমান (২৮), মো. ফয়সাল হোসেন (৩২), মো. শাহীন (২১) ও সনজিত নাথ (৪৯)। গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে বর্তমানে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন এলাকায় বসবাস করছেন। তারা একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটি চান্দগাঁও থানায় গত বুধবার দায়ের করা হয়। আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। নগরের শান্তিশৃক্সখলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছে
পরবর্তী নিবন্ধ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ, নাঈম হাসানের ৫ উইকেট