চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও থানাধীন বিএফআইডিসি রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএফআইডিসি রোডের পার্শ্ববর্তী চসিকের মালিকানাধীন জায়গায় অবৈধভাবে দখল করে নির্মিত পাকা ও কাঁচা স্থাপনা উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। এ সময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা–কর্মচারী, চান্দগাঁও থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও র্যাব–৭ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। প্রেস বিজ্ঞপ্তি।