নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের ফরিদাপাড়া এলাকায় নুরুল ইসলাম (৭৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পৌনে ৬টার দিকে নিজ ঘর থেকে পুলিশ তার উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। চান্দগাঁও থানা পুলিশ জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলানো অবস্থায় ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময়ে নিজ শোয়ার ঘরে আত্মহত্যা করেন তিনি। মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত নুরুল ইসলামের দুই সংসার রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুই পরিবার একই সঙ্গে বসবাস করে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, নুরুল ইসলাম মানসিক সমস্যায় ভুগছিলেন। এ বিষয়ে চান্দগাঁও থানায় অপমৃত্যু মামলা হয়েছে।