নগরের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় জেসমিন আক্তার (১৮) নামে এক গৃহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে এই ঘটনা ঘটে। নিহত গৃহকর্মীর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি (ভারপ্রাপ্ত) আফতাব আজাদীকে বলেন, আজ সকালে চান্দগাঁওতে একটি মরদেহ পাওয়া গেছে। মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবার মামলা করবেন বলে জানিয়েছেন ওসি।
জানা যায়, গৃহকর্মী জেসমিনের বাড়ি লোহাগড়ার চরম্বা ইউনিয়নে। তিনি চান্দগাঁও আবাসিক এলাকায় শহীদুল ইসলাম ও সাইদা সুলতানার বাসায় কাজ করতেন।
নিহত জেসমিনের নানা আবছার আজাদীকে বলেন, আমার নাতনি শহীদুল ইসলামের বাসায় কাজ করত। হঠাৎ রোববার সকালে কল দিয়ে তার মা বাবাকে জরুরিভাবে আসতে বলে। এসে দেখে বাসায় পুলিশ উপস্থিত হয়েছে এবং আমার নাতনির লাশ পড়ে আছে। গৃহকর্তারা বলছে–আমার নাতনি নাকি আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যার করার কোনো কারণে দেখি না। মরদেহ হাসপাতালে রয়েছে, ময়নাতদন্ত শেষে প্রতিবেদন দিবে। আমরা মামলা করবো।