পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) উদ্যোগে গতকাল সোমবার চান্দগাঁও অফিসে প্রায় ২ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থাটির উপ–পরিচালক মো. ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মো. মোমিনল ইসলাম, কদমতলী এরিয়ার এপিএম আবু ইউসুফ ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক মনির হোসন জোনাল এও মো. মাহফুজার, আইটি এনামুল হক, শাখা হিসাব কর্মকর্তা মাকসুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।