চান্দগাঁওয়ে এক ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরে চান্দগাঁও থানার রাস্তার মাথা এলাকা থেকে মো. হাসান (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত ৭ মার্চ চান্দগাঁও থানায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার আসামি। ধৃত হাসান কঙবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের হাবিবুর রহমানের সন্তান। চান্দগাঁও থানার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসান ছিনতাইকারী গ্যাংয়ের সদস্য।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধদৃষ্টির আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ