নগরীর চান্দগাঁওয়ে ১৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাছির (২৮), মো. ইউসুফ (২৬), মো. তৈয়ব উদ্দিন (৩০), মো. রানা পারভেজ (২৩), মো. আরিফ (২০), আসমাওল হুসনা (২২) এবং মো. আমিন (৫২)।
পুলিশ জানায়, রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি মো. আফতাব উদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।