চান্দগাঁও থানাধীন বি.এসসি চত্বরে অবস্থিত সানোয়ারা ইসলাম কোয়ালিটি স্টেডিয়াম সংলগ্ন আহিয়ান স্পোর্টস এরেনা’র উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ক্রীড়া কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ফাহিমা আনওয়ার। অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ দবীর উদ্দীন খাঁন, অধ্যক্ষ কুতুব উদ্দীন, ইঞ্জিনিয়ার ফজলুল হক, আনিসুর রহমান, অধ্যক্ষ এ কে এম ইসমাইল, মো. দেলোয়ার হোসেন ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চিটাগাং কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল ফাতেমা ইয়াসমিন, একাডেমির পরিচালক মেহেদী হাসান তুহিন।










