চট্টগ্রামের চান্দগাঁওয়ে আত্মসাৎ মামলায় বিকাশের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তার আসামির নাম মোঃ রাসেল ইসলাম (২৭)। সে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার নুরুল ইসলামের ছেলে। বর্তমানে রাসেল চকবাজার এলাকার ডিসি রোড কালাম কলোনিতে বসবাস করে। তাসমিয়া এসোসিয়েটস বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের কর্মচারী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, আত্মসাৎ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।