চান্দগাঁওয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩২

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশ গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে। গত রোববার সকাল থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন। গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলায় ২৫ জন, জিআর মামলায় ১ জন, ডাকাতি মামলায় ২ জন, মাদক মামলায় ২ জন, সিএমপি অধ্যাদেশে ২ জন রয়েছে। তাদের কয়েকজন হলেন চান্দগাঁও থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মো. আকতার হোসেন খোকন (৪৫), ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মোক্তার হোসেন রাজু (২৬), ইসমাইল হোসেন ওরফে লেদু (৩৫), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন (৪০), মো. রুবেল (২৬)। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয় মেয়রের
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার