চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অপহরণ মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁও পাঠানিয়া গোদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ তানভীর আমিন (৩০), মোঃ ওমর ফারুক (৩৪), মোঃ শাকিল (২২) এবং মোঃ আসিক (২২)।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চান্দগাঁও থানার অপহরণ মামলার ৪জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যার মামলা নং ছিল-০৫। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।