চান্দগাঁওয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে সরকারি কাজে বাধা, গ্রেপ্তার ৩৩

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ৬:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং নাশকতার সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃতরা হলো- মোশারফ হোসেন (৩২), মোঃ আব্দুর শুক্কুর (৫৬), মোঃ মিরাজ (৩৪), মোঃ সাইফুল ইসলাম (২০), মোঃ সাকিব (১৯), মোঃ ইসমাইল (২০), মোঃ সিদ্দিক (২৫), মোঃ রাসেল (২৩), মোঃ মিঠুন (২৭), মোঃ এরশাদ (৪৩), শহিদুল ইসলাম শাকিল (২৮), রহমত আলী (২০), মোঃ রিয়াজ (৩২), মোঃ সিরাজুল ইসলাম (৩৭), মোঃ আমান উল্লাহ (৩২), মোঃ সেলিম (৪২), মোঃ আব্দুল্লাহ (২৬), সাইফুল ইসলাম (২৮), মোঃ তুষার (২৮), মোঃ মানিক মিয়া (১৯), মোঃ ইমাম হোসেন (২১), মোঃ উজ্জ্বল (৩২), মোঃ ইসমাইল (২৬), মোঃ মাকসুদ (২৮), মোঃ মিজান (৩৮), মোঃ মাজেদ (৩২), মোঃ রুবেল (২৫), বিজয় (২২), মোঃ রাব্বি (২৩), মোঃ ইমন (২৫) মোঃ আকবর (৩০) এবং মোঃ শফিক (৩৫)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। যায় মামলা নং -২৯। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী মুক্তি পেয়েছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, ফুটেজ দেখে আটক ৩