এবারের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে চট্টগ্রামের ২৭৯ কলেজের মধ্যে তিনটি কলেজ রয়েছে যাদের একজন পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। কলেজ তিনটি হচ্ছে– নগরীর চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বৌদ্ধ শিশুতোষ স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ। এরমধ্যে চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২১ জন। বাকি দুটিতে সাতজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে তিনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিন কলেজের কেউ কেন পাস করতে পারে নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনার মধ্যে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। সিলেবাস অনুযায়ী পড়তে হবে। একাগ্রতা থাকতে হবে। পরিবারের পক্ষ থেকে তদারকি করতে হবে। তিন কলেজের একজন শিক্ষার্থী পাস না করার পেছনে এসব বিষয় ভূমিকা রেখেছে বলে মনে করি।