আনোয়ারা উপজেলার ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দিতীয় ধাপে উপজেলা প্রশাসনের উদ্যোগে ০৪ ঘন্টা ব্যাপী অভিযান করা হয়।
রোববার (০৯) ফেব্রুয়ারি বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোছাইন মোহাম্মদ।
এসময় ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা বুঝে নেওয়া হয় এবং ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।রাস্তার উপরে বসা অবৈধ জুতার দোকানগুলোকে উচ্ছেদ করতে গিয়ে ০৬ জন দোকানরকে নির্দেশনা অমান্য করার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে আনোয়ারা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান,নির্দেশনা না মেনে চাতুরী চৌমুহনী বাজারের রাস্তার উপর পুনরায় অবৈধ দোকান স্থাপন করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে আনোয়ারা থানার ট্রাফিক ইন্সপেক্টর জনাব আবুল কালাম আজাদসহ আনোয়ারা থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বৃহত্তর চাতুরী চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি উপস্থিত থেকে সহোযোগিতা করেন।