চাটগাঁ ভাষা পরিষদের মতবিনিময়

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৬:০৬ পূর্বাহ্ণ

চাটগাঁ ভাষা পরিষদের এক মতবিনিময় সভা গত ২২ জুলাই জামালখানস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয় । পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অলোচক ছিলেন ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী। অলোচনানায় অংশ নেন সৈয়দ জাকির হোসাইন, ইকবাল হায়দার, বিনোদ দাশ, ফারহানা হক, মোস্তাফা কামাল যাত্রা, আলী প্রয়াস, জাহের মো. আলাউদ্দীন খান, মিলন আচার্য্য, শিমূল শীল, মোহাম্মদ রেজাউল করিম, সৈয়দ মোহাম্মদ ইয়াহিয়া, মীর রাশেদ হোসাইন, আলী অহমেদ, আকবর চৌধুরী, মঈনুল হাসান, তারেকুল আলম। সভায় সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান আলোচক ব্যারিস্টার সানজিদ বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে চাটগাঁ ভাষা পরিষদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে স্মরণসভা
পরবর্তী নিবন্ধআধুনিক জ্ঞান-বিজ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে : ভিসি