চাটগাঁ ভাষা পরিষদের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

চাটগাঁ ভাষার অঞ্চল ও জাতিগত উচ্চারণে রূপ পার্থক্য ও গবেষণা কর্মের ওপর চাটগাঁ ভাষা পরিষদের এক আলোচনা সভা গত ২৬ আগস্ট পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চবি অধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. ফারজানা ইয়াছমিন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় অলোচনায় অংশ নেন সুভাষ দে, .অধ্যাপক শ্যামল কান্তি দত্ত, ফারহানা হক, অধ্যাপক মুহাম্মদ তসলিমউদ্দিন, সৈয়দ মোহাম্মদ ইয়হিয়া, এম নুরুল হুদা চৌধুরী, অধ্যাপক নাঈম আল মাহমুদ, জাহের মো. আলাউদ্দীন খান, অধ্যাপক শাহজালাল বাদশা, অধ্যাপক মো. বশিরউল্লাহ সাইমুম, মুহাম্মদ রেজা্‌্‌্‌্‌উল করিম, কাজী বোরহান উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর শেখেরখীলে অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ভস্মীভূত
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকে লিডারশীপ ডেভেলপমেন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি