চাটগাঁ ভাষা পরিষদের আলোচনা সভা

| সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চাটগাঁ ভাষা পরিষদের এক সভা গত শনিবার জামাল খানস্থ সেনসিভ সংলগ্ন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রচার ও প্রকাশনার উপকমিটির আহবায়ক সাইফুদ্দিন আহমদ সাকী। সভায় চাটগাঁ ভাষা পরিষদের উদ্যোগে বার্ষিক প্রকাশনা ছাম্মান এবং সকল সদস্যদের ছবি ও তথ্য সম্বলিত একটি মনোরম ডিরেক্টরি প্রকাশের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়াও সভায় চাটগাঁ ভাষা পরিষদের থিমসং পরিবেশনাসহ এর লিরিক ও সুর নিয়ে আলোচনা হয়। সভায় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন চৌধুরী, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, কবি অরুণ শীল, গবেষক তসলিম মাহমুদ, লেখক সাঈদ মিল্কী, সাংবাদিক ও গ্রন্থাাগারিক জাহের মোহাম্মদ আলাউদ্দিন খান, লেখক রেবা বড়ুয়া, গবেষক রেজাউল করিম, শিক্ষক আ ফ ম রবিউল হোসাইন, সহঅর্থ সম্পাদক সরোজ কান্তি দাশ, মঈনুল হাসান, শিল্পীবৃন্দের মধ্যে জেকব ডায়েস, মিলন আচার্য্য, শিমুল শীল, প্রেম সুন্দর বৈষ্ণব, গীতা আচার্য্য,পূজা বৈষ্ণব, সুপ্রিয়া লাকী, টিটু ঘোষ, সুকুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধধর্ষকদের বিচার দাবিতে খাগড়াছড়ি জেলা মহিলা দলের মানববন্ধন