চাটগাঁ ভাষার মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার আহ্বান

| সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

চাটগাঁ ভাষা পরিষদের নির্বাহী কমিটির এক সভা গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হলে পরিষদের সভাপতি ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কৌশলগত কর্মপরিকল্পনা,কমিটির নিয়মিত কার্যক্রম,অফিস পরিচালনা,আর্থিক হিসাব, তহবিল গঠন, বিগত সভার কার্য বিবরণী পাঠ সহ বিবিধ সিদ্বান্ত গৃহীত ও অনুমোদিত হয়। আলোচনায় অংশ নেন ডা. মঈনুল ইসলাম মাহমুদ, প্রফেসার মোহিত উল আলম, মো. ইমাম হোসেন চৌধুরী, মুহাম্মদ তসলিম উদ্দিন, অরুণ শীল, সরোজ কান্তি দাশ, ওসমান গণি মনসুর, আব্দুল হালিম দোভাষ, ইউসুফ মুহাম্মদ, রেহেনা বেগম রানু,শাহেলা আবেদীন রিমা, .মুহাম্মদ কামাল উদ্দিন, রেবা বড়ুয়া, মো. ইলিয়াস মিয়া, তৌফিকুল ইসলাম চৌধুরী, , , , রবিউল হোসাইন, মোস্তাফা কামাল যাত্রা, সুভাষ দে, উৎপল কান্তি বড়ুয়া, বশির উল্লাহ সাইমুম, শিমুল বড়ুয়া, মুহাম্মদ রেজাউল করিম, রোকেয়া হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর অনুদান
পরবর্তী নিবন্ধএই সংবিধান বহাল রেখে ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়