চাটগাঁইয়্যা নওজোয়ানের শপথ গ্রহণ

| বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

চাটগাঁইয়্যা নওজোয়ানের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও উপদেষ্টাদের সংবর্ধনা গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় শপথ শেষে সংগঠনের উপদেষ্টা সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন নব নির্বাচিত কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, লুৎফুন্নেসা দোভাষ বেবী, শৈবাল দাশ সুমন, মুহাম্মদ সলিমুল্লাহ বাচ্চু, আনজুমান আরা ও রুমকী সেন গুপ্ত।
অনুষ্ঠানে চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত সভাপাতি জামাল আহমেদ ও সাধারণ সম্পাদক আহিল সিরাজসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর সংগঠনের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনিলিভারের ৫৫ বছরের পথচলা নিয়ে বই প্রকাশ
পরবর্তী নিবন্ধ৬ দফা দাবিতে বিজেএমসি কার্যালয় ঘেরাও