চাটগাঁইয়্যা নওজোয়ানের কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রাম চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনস্থ বৈঠকখানা কমিউনিটি হলে সংগঠনের দ্বি–বার্ষিক সাধারণ সভায় (২০২৩–২৫) সালের জন্য সর্বসম্মতিক্রমে পুনরায় জামাল আহমেদকে সভাপতি এবং রকিবুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটিতে মোঃ জসিম উদ্দিন চৌধুরী ও জাফর ইকবাল সহ–সভাপতি, আনোয়ার হায়দার রাজিন ও মুহাম্মদ আব্দুর রাজ্জাকসহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ মঞ্জুর আলম সাংগঠনিক সম্পাদক, মোঃ আবুল কালাম অর্থ সম্পাদক, মায়মুনুল হক মামুন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আনিসুর রহমান বাবলু প্রচার সম্পাদক, সীমা সেন মহিলা সম্পাদক, আঁচল চক্রবর্তী তথ্য প্রযুক্তি ও সমাজকল্যাণ সম্পাদক, আহমেদ নুর মাসুদ দপ্তর সম্পাদক, মাহবুবুর রহমান সাগর কার্যকরী সদস্য (১), মোঃ নুর জামাল চৌধুরী কার্যকরী সদস্য (২) মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।