গত ১৯ মে রোববার সকাল সাড়ে আটটায় ষষ্ঠ বাংলাদেশী এবং প্রথম চাটগাঁইয়া হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চুড়ায় লাখো শহীদের রক্তে অর্জিত বাংলার লাল সবুজ পতাকা ওড়ালেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বুড়িশ্চর ইউনিয়নের বাদশাহ মিঞা সিপাহী বাড়ির সাবেক কুয়েত প্রবাসী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী এবং লুৎফুন্নাহার বেগমের সুযোগ্যপুত্র, বীর প্রসবিনী চট্টলার সাহসী সন্তান ডা. বাবর আলী। এখানেই ক্ষান্ত থাকেননি বাবর আলী, এভারেস্ট শৃঙ্গ জয়ের দুইদিনের মাথায় এভারেস্ট লাগোয়া ২৭ হাজার ৯৪০ ফুট উচ্চতার লোৎসের চূড়ায় ও স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে সারাবিশ্বে আমাদের প্রিয় মাতৃভূমির মুখ উজ্জ্বল করেছেন। আমরা চট্টগ্রামবাসী স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্যে গর্ব অনুভব করি এবং আশা করি ভবিষ্যতে তিনি দেশ ও মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করে আরো অনন্য উচ্চতায় আসীনে সমর্থ হবেন।
শেখ মোজাফফর আহমদ,
সমন্বয়ক,
বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদ।