টি–টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করাটা আসলেই কঠিন কাজ। এতদিন বাংলাদেশের একজন মাত্র ব্যাটার টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। তিনি তামিম ইকবাল। সেই ২০১৬ সালের মার্চে ওমানের বিপক্ষে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম। প্রায় নয় বছর পর তামিমের সে রেকর্ডে ভাগ বসালেন চট্টগ্রামের আরেক ক্রিকেটার পারভেজ হোসেন ইমন। দেশের হয়ে টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা দুই ক্রিকেটারই চট্টগ্রামের। তবে তামিম ইকবালকে একদিক থেকে ছাড়িয়ে গেছেন ইমন। যদিও ইমন ৫৪ বলে ১০০ রান করে আউট হয়েছেন। কিন‘ তামিম ১০৩ রান করে অপরাজিত ছিলেন। তবে তামিমের চাইতে দ্রুততম সেঞ্চুরি করেছেন ইমন। তামিম যেখানে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন ইমন সেখানে ৫৪ বলে শতক তুলে নিয়েছেন। তামিমের চাইতে আগ্রাসী ছিলেন ইমন। তামিম একশ করতে যেখানে ১০টি চার আর ৫টি ছক্কা মেরেছেন সেখানে ইমন শতরান করতে ৫টি চার আর ৯টি ছক্কা মেরেছেন। অথচ আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে তেমন ভাল করতে পারছিলা বাংলাদেশের ব্যাটাররা। তখন একাই লড়েছেন পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। এই সেঞ্চুরির নেপথ্যে অবশ্য তামিমের কথাই টেনে এনেছেন ইমন। জানিয়েছেন ছোটবেলা থেকে সাবেক এই ওপেনারকে অনুসরণের কথা। বিসিবির এক ভিডিও বার্তায় এই ইনিংসের অনুভূতি জানালেন ইমন। সেখানেই তামিমকে অনুসরণ করার কথা বলেছেন এই ওপেনার। ইমন বলেন ভালো লাগছে। দারুন একটি সেঞ্চুরি হয়েছে আমার। ড্রেসিং রুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাইয়ের ছিল প্রথম সেঞ্চুরি। আমারটা দ্বিতীয় হলো। সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইকে ছোট থেকে অনুসরণ করতাম। উনার খেলা দেখতাম, ভালো লাগত। উনার পরে নামটা আমার আসছে। ভালো লাগছে। তামিম ভাইয়ের একশটা মনে আছে। ওমানের সঙ্গে করেছিলেন। উনার সব খেলা দেখি সবসময়। আর সে কারণেই মনে ছিল আমার। গত শনিবার যখন ক্রিজে লড়ছিরেন ইমন। অপরপ্রান্তে টিকতে পারছিলেন না কেউ। ২০ রানও পার করতে পারেননি বাকি ব্যাটাররা। বাকিদের এমন যাওয়া–আসার মধ্যেই নিজের আগ্রাসী ভাব ছাড়তে চাননি ইমন। চেষ্টা করেছেন বড় সংগ্রহ গড়ার। সেটিই করিয়ে দেখিয়েছেন পরে। ইমন বলেন উইকেট যখন পড়ছিল, তখন চেষ্টা করছিলাম নিজের ইন্টেন্ট না বদলাতে। আমি সবসময় জায়গায় বল পেতে অপেক্ষা করছিলাম। তবে এটাও মাথায় ছিল যে, ইনিংসটা বড় করতে হবে। এক প্রান্ত থেকে উইকেট পড়ছে। আমাকে এগিয়ে যেতে হবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। টেনে নিতে চেষ্টা করেছি। শেষ পর্যন্ত পেরেছি। বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা তদুই ক্রিকেটারই চট্টগ্রামের। তামিম ইকবালের বাড়ি কাজির দেউড়িতে। আর পারভেজ হোসেন ইমনের বাসা নগরীর ঘাঠফরহাদবেগে। দুজনই চট্টগ্রামের হওয়ায় দর্শকরাও যেন দারুন আনন্দিত। তবে আজ সিরিজের দ্বিতীয় এবং শেষ শ্যাচেও ভাল করার প্রত্যয় ইমনের।