চাচিকে নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত জাইমার

জুমার দিনে সমাধি ঘিরে মানুষের ঢল

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:২৬ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান ও পরিবারের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় তারেককন্যা তার চাচি সৈয়দা শার্মিলা রহমান সিঁথিকে নিয়ে জিয়া উদ্যানে আসেন। এসময় খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম আসেন স্বামী আমিনুল ইসলামকে নিয়ে। অধ্যাপক আমিনুল আসেন হুইল চেয়ারে চেপে। সঙ্গে ছিলেন তার ছেলে শাহরিন ইসলাম তুহিন ও তার স্ত্রী। আসেন বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার। খালেদা জিয়ার আরেক ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দার ও তার পরিবারের সদস্যরাও আসেন। তাদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের দীর্ঘদিনের সঙ্গী গৃহকর্মী ফাতেমা বেগমকে দেখা গেছে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।

জাইমাসহ শোকার্ত স্বজনরা খালেদা জিয়ার কবরের সামনে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কবর প্রাঙ্গণে কোরআন তেলোয়াত করছিলেন জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা কবর জিয়ারতে আসার সময়ে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়। নেতাকর্মীদের কাউকে ওই সময়ে কবরপ্রাঙ্গণে যেতে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করলে তা ফের সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর কালো ব্যাজ ধারণকারী বিএনপি নেতাকর্মীদের ঢল নামে সেখানে।

কবর জিয়ারতে সাধারণ মানুষের ঢল : খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গতকাল সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামে। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন কামাল ভূঁইয়া নামে এক ব্যক্তি। তিনি বলেন, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আব্দুল্লাপুর থেকে সজিব হোসেন তার পরিবার নিয়ে জিয়া উদ্যানে এসেছেন। তিনি বলেন, খালেদা কবর জিয়ারত করতে এসেছি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ নিজেদের ডিসকোয়ালিফাইড করেছে : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধ৭৮৬