চাচার দায়ের কোপে প্রাণ গেল শিশুর

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে মাদকাসক্ত চাচার দায়ের কোপে প্রাণ হারিয়েছে ৪ বছরের কন্যা শিশু। নিহত শিশু মাহিয়া মনি রামুর ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খুইট্টার শিয়া মোহাম্মদ শরীফ পাড়ার নুরুল আজিমের মেয়ে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ঘাতক চাচা নুরুল হাকিম।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকাসক্ত নুরুল হাকিম মাদকের টাকা না পেয়ে এ হত্যার ঘটনা ঘটিয়েছে মর্মে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত শিশুর মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শিশুর বাবা নুরুল আজিম জানান, তার আপন ছোট ভাই নুরুল হাকিম সন্ধ্যায় বাড়িতে এসে মাদকাসক্ত অবস্থায় তার মায়ের কাছে টাকা দাবি করে। এ সময় মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নুরুল হাকিম দা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং একপর্যায়ে তার মেয়ে মাহিয়া মনির মাথার পেছনে সজোরে কোপ দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে শিশু ধর্ষণকারীকে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধচবিতে অনশনে ৯ শিক্ষার্থী