চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে রিপু আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সলার বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৪ নং ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী রিপু আক্তার গত মঙ্গলবার তার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যায়। সেখানে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সাথে জায়গা জমি বিরোধের জের ধরে শাহাব মিয়ার পুত্র চাচা ফরিদ আহমদ ও তার ছেলে চাচাতো ভাই মো. শহিদুল্লাহ সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচাতো ভাই মো. শহিদুল্লাহ রিপু আক্তারকে ইটের আঘাত করলে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

নিহত রিপু আক্তারের ভাইয়ের স্ত্রী হাছিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ মিলে রিপু আক্তারকে মারধর করে ও ইটের আঘাত করে। এতে রিপু আক্তারের মৃত্যু হয়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. হামিদা আক্তার বলেন, কাথরিয়া এলাকায় মারামারির ঘটনায় রিপু আক্তার নামে এক গৃহবধূকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রিপু আক্তারের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন হবে বলে।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকা থেকে আমদানি করা গমের প্রথম চালান বন্দরে পৌঁছাবে কাল
পরবর্তী নিবন্ধস্বাভাবিক মৃত্যু ভেবে দাফন, পরে খুনের সন্দেহে মামলা