ফটিকছড়িতে চা বাগানের কাজ করা নিয়ে বিবাদের জেরে চাচাতো ভাইয়ের বঁটির কোপে এক কিশোরী নিহত হয়েছে। পুলিশ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করেছে।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক জানান, গতকাল শনিবার ভোরে উপজেলার উদালিয়া চা–বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুপ্তা মাঝি (১৫) ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) সম্পর্কে তার চাচাতো ভাই।
স্থানীয়দের বরাতে ওসি মাহবুবুল হক বলেন, সুপ্তা তার চাচাতো ভাই রতনের সঙ্গে একই বাড়িতে থাকত। রতন চাইতেন, সুপ্তা যেন চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শেখে। কিন্তু সুপ্তা এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শুক্রবার গভীর রাতে বাগবিতণ্ডার এক পর্যায়ে রতন ঘরে থাকা বটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় সুপ্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ভূজপুর।