চাচাতো ভাইদের হামলায় নিহত রিপুর স্বামীর মামলা, গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

বাঁশখালীর কাথরিয়ায় বাবার বাড়িতে বেড়াতে গিয়ে চাচাতো ভাইদের হামলায় রিপু আক্তারের (৩০) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করেন। পুলিশ মামলার ৪নং আসামি রুনা আক্তার (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এক কন্যা সন্তানের জননী রিপু আক্তার স্বামীর বাড়ি পৌরসভার উত্তর জলদী থেকে বাপের বাড়ি কাথরিয়া বেড়াতে গিয়ে জায়গা জমি বিরোধের জের ধরে সংঘর্ষ চলাকালে চাচাতো ভাইদের হামলার শিকার হন। ২৩ অক্টোবর সকালে কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড (সলার বাড়ি) এলাকায় সংঘটিত ঘটনায় গুরুতর আহত রিপু আক্তারকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা করেন। এতে ফরিদ আহমদ (৬০), মো. শহিদ (২২), জাফর আহমদ (৬৫), রুনা আক্তার (২৫), মনসুর (২৭), আংকুর জাহান (৫০), মোক্তার আহমদ (৪০) নামে ৭ জনকে আসামি করা হয়।

এদিকে মামলার বাদী নুর মোহাম্মদ প্রকাশ মিয়া জানান, মামলা করার পর থেকে আসামিরা সাক্ষী ও তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তিনি আসামিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. সাইফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারে সর্বাত্নক চেষ্টা চালানো হচ্ছে। বাদী কিংবা সাক্ষীদের হুমকির বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধআলম হত্যার মিশনে অংশ নিয়েছিল চিহ্নিত আট থেকে দশ সন্ত্রাসী
পরবর্তী নিবন্ধদেশ অশান্ত করতে বিদেশ থেকে টাকা আসছে : অলি আহমদ