চাচাতো ভাইকে হত্যার মরদেহ গুম : পাহাড়তলীর যুবককে আমৃত্যু কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ১৩ বছর বয়সী চাচাতো ভাইকে হত্যার পর মরদেহ গুমের মামলায় হৃদয় আলী মল্লিক নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। তিনি পাহাড়তলীর মফিজুল আলম মল্লিকের ছেলে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

এ সময় হৃদয় আলী মল্লিক কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের পিপি এম এ নাসের আজাদীকে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, নগরীর পাহাড়তলীর ফইল্যাতলী এলাকা থেকে ২০১৬ সালের ৩ মে ১৩ বছর বয়সী বাঁধন নিখোঁজ হয়। ৭ মে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়। পরে তার লাশ উদ্ধার হয়। তদন্ত শেষে পুলিশ হৃদয় আলী মল্লিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচারক বিচার শুরুর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকেডসের সূত্র ধরে যেভাবে প্রাইভেটকার চোর ধরল পু‌লিশ
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে ২২ বছর আত্মগোপন, নগরীতে গ্রেপ্তার